
সিলেটের দক্ষিণ সুরমায় আব্দুর রহমান ওরফে কাচিগুন্ডা (৫২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। শনিবার বিকেল পৌনে পাঁচ ঘটিকার সময় উপজেলার তুরুকখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে কাঁচি গুন্ডা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে অতীতে একাধিকবার বিভিন্ন সময়ে মোগলা বাজার থানা, দক্ষিণ সুরমা থানা ও দাউদপুর ইউপি গ্রাম আদালতে একাধিক অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, মানুষ কোপানো, সরকারি সম্পত্তি নষ্ট, হত্যার হুমকি, অন্যের জমির ফসল নষ্ট ও জোরপূর্বক নিরীহ কৃষকের গরু জবাই করে খাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ মোগলাবাজার থানার ৪/১৮৫ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১২ মার্চ) সকালে থানা কতৃক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।