Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দৈনিক দেশেরপত্রের সংবাদকর্মীদের উপর হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৈনিক দেশেরপত্রের সংবাদকর্মীদের উপর হামলা

June 03, 2024 08:40:13 PM   স্টাফ রিপোর্টার
দৈনিক দেশেরপত্রের সংবাদকর্মীদের উপর হামলা

আবারো সংবাদকর্মীদের উপর হামলা ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে ২০২৪) রাজধানীর উত্তরার ১৫নং সেক্টরের তুরাগ থানাধীন নলভোগ বাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছেন দৈনিক দেশেরপত্র ও জেটিভির সংবাদকর্মীরা।

জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে নলভোগ বাজারে দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রি করতে যায় কয়েকজন বিক্রয় প্রতিনিধি। এসময় স্থানীয় কিছু উগ্র ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন তাদের কাজে বাধা দেয় এবং অকথ্যভাষায় গালাগালি করে। একপর্যায়ে পত্রিকাটি হেযবুত তওহীদের উল্লেখ করে বিক্রয় প্রতিনিধিদের খ্রিষ্ট্রান ও কাদিয়ানী আখ্যা দিয়ে স্থানীয় লোকজনকে উস্কে দেয় অভিযুক্ত আইডিয়াল লাইফ স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আল আমিন। পরবর্তীতে লোকজন মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে দৈনিক দেশেরপত্র পত্রিকার ছিড়ে ফেলে অভিযুক্ত আল-আমিন। এসময় নারী বিক্রয় প্রতিনিধির উপর হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেশেরপত্র ও জেটিভিসহ স্থানীয় সংবাদকর্মীরা।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আল আমিন স্থানীয় মসজিদ ও মাদ্রাসার সামনে লোকজন জড় করে সংবাদকর্মীদের সেখানে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মুঠোফোনের মাধ্যমে গুজব রটিয়ে অন্যান্য সন্ত্রাসীদের সাথে নিয়ে আবারো হামলা চালায় আলআমিন। এতে আহত হয় ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা। লুট করে নিয়ে যাওয়া হয় হাতঘড়িসহ নগদ টাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে মূল অভিযক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আর কখনো দৈনিক দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধির উপর হামলা চালাবে না এবং গুজব ও মিথ্যাচার করবে না মর্মে মুচলেকা দিয়ে বিক্রয় প্রতিনিধিদের কাছে ক্ষমা চেয়ে মুক্তি পায় ওই যুবক।

অভিযুক্ত আল-আমিন ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে বলেন, আমি ধর্ম অবমননা করে যে গুজব রটিয়েছিলাম তা উদ্যেশপ্রণিত ছিলো। আদতে দৈনিক দেশেরপত্র পত্রিকাটিতে ইসলামকে অবমাননা করে কোন কথা লিখা হয়নি।