Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দেবীগঞ্জে ধর্ষণ চেষ্টায় মামাতো বোনকে হত্যা, ফুফাতো ভাই আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেবীগঞ্জে ধর্ষণ চেষ্টায় মামাতো বোনকে হত্যা, ফুফাতো ভাই আটক

April 20, 2023 07:25:20 PM   দেশজুড়ে ডেস্ক
দেবীগঞ্জে ধর্ষণ চেষ্টায় মামাতো বোনকে হত্যা, ফুফাতো ভাই আটক

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৭ বছরের মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিবুল্লাহ (১৩) নামে এক ফুফাতো ভাইকে আটক করে থানা হেফযতে নিয়েছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন। এর আগে বিকেল থেকে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেরালবাড়ি গুচ্ছগ্রামে নিহত ওই শিশু নিখোঁজ থাকলে আটক হাবিবুল্লার দেয়া তথ্যে রাতে একটি ভূট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  এ ঘটনার পর মৃত্যুর মূল কারণ জানতে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আটক অভিযুক্ত হত্যাকারী হাবিবুল্লাহ দন্ডপাল ইউনিয়নের শ্মশান কালী গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বাবা-মায়ের সাথে ঢাকা থাকতো। ঈদের আগে গ্রামের বাড়িতে আসায় নানার বাড়িতে বেড়াতে আসে বলে জানায় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল থেকে নিখোঁজ থাকায় ওই শিশুকে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করে। এর পর ইফতারের পরেও তার কোন খবর না পাওয়ায় স্থানীয়দের তথ্যে হাবিবুল্লাহকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে হাবিবুল্লার নানা বাড়ির সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে ভূট্টাক্ষেতে ছুটে দিয়ে মৃত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মরদেহ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।