Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দুর্বত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মারাত্মক জখম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুর্বত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মারাত্মক জখম

November 03, 2024 02:01:02 PM   নিজস্ব প্রতিবেদক
দুর্বত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মারাত্মক জখম

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রমনা থানা যুবদলের নেতা মেহেদী হাসান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সিদ্ধেশ্বরী কলেজ শাখা, হাবিবুল্লাহ বাহার কলেজ শাখা এবং রমনা থানা ছাত্রলীগ এ হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে তাৎক্ষণিক রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে মেহেদী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর বিকালে রাজধানীর রমনা থানার অন্তর্গত বেইলী রোড সংলগ্ন সার্কিট হাউসের সামনে মেহেদী হাসান তালুকদারকে অতর্কিতভাবে হামলা করে ছাত্রলীগের কর্মীরা। এসময় এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপ এবং বাঁশের লাঠি, জিআই পাইপ, রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।

আহত মেহেদী হাসান তালুকদার বলেন, “আমার এক বড় ভাইকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বেইলি রোডের সার্কিট হাউজের সামনে যখন আমার রিকশা আসে, তখন পিছন থেকে ২২ থেকে ২৩ জন লোক অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা আমাকে আঘাত করে এবং মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। আমি বিগত ১৭/১৮ বছর বিএনপির রাজনীতি করে আসছি। রাজপথে সবসময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মোকাবেলা করেছি এবং বারংবার জেল-জুলুমের শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে রক্ষা করেছি। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।”