
দৌলতপুর সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় দৌলতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও বান্ডিল প্রতি তিন হাজার টাকা হারে মোট ৪ লক্ষ ৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঢেউটিন ও চেক বিতরণ করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া , উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. খাদিমুল ইসলাম , মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ ।