
দেশে সাংবাদিকতার পেশায় সংখ্যা বাড়লেও দায়িত্বশীল সাংবাদিকের অভাব দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, পেশার মান উন্নয়ন না হওয়ায় এটি তলানিতে ঠেকছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বগুড়ার তিনমাথা এলাকার একটি হলরুমে আয়োজিত আন্তঃজেলা বৈঠকে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আহমেদ আবু জাফর বলেন, পেশার মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের স্বার্থে সিনিয়র ও জুনিয়র, ছোট-বড় সকল সাংবাদিককে এক কাতারে দাঁড়াতে হবে। তা না হলে পেশার মর্যাদা ও গুরুত্ব হারিয়ে যাবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএমএসএফ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাজেদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রোহিত।
বৈঠকে বক্তব্য রাখেন- বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম;
কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা;
নারী সাংবাদিক মাহফুল আক্তার। এছাড়া বগুড়া জেলা শাখার সহসভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা জানান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘ এক যুগ ধরে সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। সংগঠনটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা দাবি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। বৈঠকে জানানো হয়, খুলনা বিভাগ থেকে আন্তঃজেলা বৈঠক শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হবে।