Date: April 29, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / দেশে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে

March 27, 2024 11:04:22 AM   প্রযুক্তি ডেস্ক
দেশে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারী কিছুটা কমেছে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জনে। এর আগের মাস অর্থাৎ, জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ৮২ হাজারের বেশি ব্যবহারকারী কমেছে।

একই সময়ে ইনস্টাগ্রামে বাংলাদেশি ব্যবহারকারী কমেছে ১ লাখ ২৫ হাজার ২৯৯ জন। তবে মেসেঞ্জার ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লিংকডিনে এ সময়ে বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে। মেসেঞ্জারে ৩ লাখ ৩০ হাজার ৫০০ ও লিংকডইনে ৩ লাখ ৬ হাজার বাংলাদেশি ব্যবহারকারী বেড়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। ফেব্রুয়ারি মাসে তা কমে হয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৯০০ জন।

 

জানুয়ারিতে ইনস্টাগ্রাম বাংলাদেশি ব্যবহারকারী ছিলেন ৬৮ লাখ ১৩ হাজার ৪০০ জন। বর্তমানে তা কমে ৬৬ লাখ ৮৮ হাজার ১০১ জনে নেমেছে।

বছরের শুরুতে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। ফেব্রুয়ারি মাসে এ প্ল্যাটফর্মে বাংলাদেশি ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার ৩০০ জনে।


এছাড়া জানুয়ারিতে লিংকডইনের বাংলাদেশি ব্যবহারকারী ছিল ৮০ লাখ ১৮ হাজার জন। ফেব্রুয়ারি মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৪ হাজার জনে।