
আল-আমিন খান:
বরিশাল জেলা হেযবুত তাওহীদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগ হেযবুত তাওহীদের উদ্যোগে এক কর্মী সম্মেলন। মঙ্গলবার (৬ মে) “রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা” শীর্ষক এই সম্মেলনে বিভাগের অন্তর্গত জেলার নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ হেযবুত তাওহীদের সভাপতি শফিকুল আলম উখবাহ। তিনি বলেন, “বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যে চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতা দেখা যাচ্ছে, তার প্রকৃত সমাধান ইসলামী আদর্শেই নিহিত। ইসলাম কেবল ব্যক্তি জীবনের গাইডলাইন নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করে।”
তিনি আরও বলেন, “এই সংগ্রাম কেবল রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম -যা ধর্মের অপব্যাখ্যা, কুসংস্কার ও চেতনার জড়তা ভাঙার জন্য অপরিহার্য।”
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা মানবতা, বিবেক ও ন্যায়বিচারের বিরুদ্ধে এক চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মানবতাকে কালেমার পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা হেযবুত তাওহীদের সভাপতি লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সভাপতি সাইফুর রহমান সাইফ, ভোলা জেলা সভাপতি মোঃ আতাউর রহমান মিলন, পিরোজপুর জেলা সভাপতি আবুল বাশার, গোপালগঞ্জ জেলা সভাপতি আরিফ মোঃ আলী আহসান, ফরিদপুর জেলা সভাপতি মোঃ রেজাউল করিম, মাদারীপুর জেলা সভাপতি মোঃ নুর নবী মাতব্বর এবং শরীয়তপুর জেলা সভাপতি মোঃ বায়েজিদ মালত।
সম্মেলনে নারীনেত্রীদেরও সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ হেযবুত তাওহীদের নারীনেত্রী খাদিজা আক্তার মুন্নি ও বরিশাল জেলা নারীনেত্রী জারিন তাজনিন লাবনী।
বক্তারা বলেন, হেযবুত তাওহীদ একটি আদর্শিক আন্দোলন যা সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে সদস্যদের মধ্যে আদর্শিক দায়িত্ববোধ জাগ্রত করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।