Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / শিবপুরে পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় উগ্রবাদীরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবপুরে পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় উগ্রবাদীরা

April 01, 2025 09:00:15 PM   অনলাইন ডেস্ক
শিবপুরে পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয় উগ্রবাদীরা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রিতে বাধা প্রদান ও পত্রিকা কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার শিবপুর পাইলট স্কুলের সামনে পত্রিকাটির কপি বিক্রয়ের সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন সকালে পত্রিকা বিক্রয়ের উদ্দেশ্যে শিবপুর পাইলট স্কুলের সামনে যান দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধি গাজী সাইদুল হাসান আইয়ুবী, আলী হোসেন ও মো. ফরিদ মিয়া।

এ সময় শিবপুর উপজেলা ইমাম পরিষদের নেতা এরশাদ উল্লাহ ও আকরাম হোসেনসহ কয়েকজন তাদের পত্রিকা বিক্রিতে বাধা দেন। তারা জানান, শিবপুরে এই পত্রিকা বিক্রি নিষেধ এবং এখানে এই কার্যক্রম চালান যাবে না বলে হুমকি দেন।
এ সময় মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার সেখানে উপস্থিত হলে সাইদুল হাসান আইয়ুবী তাকে বিষয়টি জানালে তিনি অভিযুক্তদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। চেয়ারম্যান চলে যাওয়ার পর সাইদুল হাসান আইয়ুবী যখন ফিরে যাচ্ছিলেন, তখন অভিযুক্তরা ৪০পিস পত্রিকা তার কাছ থেকে জোড়পূর্বক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

যোগাযোগ করা হলে মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার জানান, পত্রিকা বিক্রিতে বাধাদানকারীদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলেন তিনি। আর ঝামেলা এড়াতে পত্রিকা বিক্রেতাকে অন্য জায়গায় বিক্রির জন্য বলেন তিনি।

এছাড়াও চুয়াডাঙ্গা, শরীয়তপুর, হবিগঞ্জ, ঝিনাইদহতেও উগ্রবাদীদের বাধার সম্মুখীন হন বিক্রয় প্রতিনিধিরা।