Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / দৃষ্টিপ্রতিবন্ধী ময়নুল ইসলাম স্বপ্ন দেখেন আইনজীবী হওয়ার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দৃষ্টিপ্রতিবন্ধী ময়নুল ইসলাম স্বপ্ন দেখেন আইনজীবী হওয়ার

February 15, 2025 08:10:50 PM   অনলাইন ডেস্ক
দৃষ্টিপ্রতিবন্ধী ময়নুল ইসলাম স্বপ্ন দেখেন আইনজীবী হওয়ার

জবি সংবাদদাতা:
শারীরিক প্রতিবন্ধকতা কখনো ইচ্ছাশক্তির দেয়াল গুঁড়িয়ে দিতে পারে না। সেটাই প্রমাণ করলেন দৃষ্টিপ্রতিবন্ধী ময়নুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং স্বপ্ন দেখছেন একজন সফল আইনজীবী হওয়ার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪২,৯৭৪ শিক্ষার্থী। তাদের মধ্যেই ছিলেন ময়নুল ইসলাম, যিনি দৃষ্টিশক্তিহীন হলেও অদম্য মনোবল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ময়নুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় আগ্রহী ছিলেন এবং তার স্বপ্ন আইনজীবী হয়ে সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, “আমি আইনজীবী হতে চাই। এজন্য আমি অথেয় মেথড ব্যবহার করে প্রস্তুতি নিয়েছি। বাসায় বসে অনলাইনে ক্লাস করেছি এবং নিয়মিত ওএমআর শিটে পরীক্ষা দিয়েছি। আমি বিশ্বাস করি, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো বাধা জয় করা সম্ভব।”

ময়নুলের পরিবারও তাকে নিয়ে গর্বিত। তার বড় ভাই বলেন, “আমি বারো বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। এখন আমার ভাইয়ের সফলতার জন্য আমি একনিষ্ঠভাবে পাশে থাকবো। ইনশাআল্লাহ, আমি তার মুখে সফলতার হাসি দেখতে চাই।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ময়নুলের এই অদম্য প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও ইচ্ছাশক্তি থাকলে সব বাধা জয় করা সম্ভব। ময়নুলের মতো শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত, যাতে তারা সমানভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

অনেকে মনে করেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ময়নুলের এই আত্মবিশ্বাস ও অধ্যবসায় অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা নানা প্রতিকূলতার মুখে হাল ছেড়ে দেন, তাদের জন্য ময়নুল ইসলাম এক উজ্জ্বল দৃষ্টান্ত।