Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / দিবালার চোখ ধাঁধানো পারফরমেন্সে রোমার জয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দিবালার চোখ ধাঁধানো পারফরমেন্সে রোমার জয়

September 13, 2022 10:31:11 PM   ক্রীড়া ডেস্ক
দিবালার চোখ ধাঁধানো পারফরমেন্সে রোমার জয়

ইতালিয়ান সিরি আ’ লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল এএস রোমা ও এম্পোলি। প্রতিপক্ষের মাঠে সে ম্যাচে রোমা জয় পেয়েছে ২-১ ব্যবধানে। রোমার জয়ের নায়ক আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে রোমাকে এগিয়ে দেন দিবালা। তবে ৪৩তম মিনিটে বেন্ডিনেল্লির গোলে সমতা ফেরায় এম্পোলি। ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর ম্যাচের ৭১তম মিনিটে রোমাকে ফের এগিয়ে দেন ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। এই গোলটির জোগানদাতা ছিলেন দিবালা। ৮০তম মিনিটে ব্যবধান বাড়তে পারতো রোমার। কিন্তু পেলেগ্রিনি পেনাল্টি মিস করায় সেটি আর হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল। এই জয়ের পরও লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রোমা। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে এম্পোলি। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি।