Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দুমকিতে খালে বিষ দিয়ে মাছ শিকার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুমকিতে খালে বিষ দিয়ে মাছ শিকার!

June 08, 2022 03:55:42 PM  
দুমকিতে খালে বিষ দিয়ে মাছ শিকার!

দুমকি সংবাদদাতা, পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে খালে বিষ দিয়েছে জেলে নামধারী সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ও খালের বিষাক্ত পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ভুক্তভোগী জনসাধারণ। গত সোমবার দিবাগত ভোর রাতের দিকে শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী ও আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালে বিষ প্রয়োগ করেছে এ চক্রটি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পেছনের খালে সকালে হাতমুখ ধুতে গিয়ে লোকজন দেখে অসংখ্য ছোটবড় মাছ, মাছের পোনা, রেণুপোনা, সব ধরণের প্রাণী, অনুজীব অসুস্থ হয়ে ভেসে থাকতে। একপর্যায়ে বিষয়টি টের পেলে ছেলে-বুড়ো সবাই মাছ ধরতে নামে।

এক শ্রেণির জেলে নামধারী ব্যক্তিদের যোগসাজগে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে প্রায়ই মাছ শিকার করছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এছাড়াও কারো কারো নামে বেহুন্তি জাল দিয়েও মাছ ধরার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আজিজ আহম্মেদ কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মো. রিয়াজুল ইসলাম জানান, এ অপতৎপরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে অত্র অঞ্চলের জলাশয়গুলো মৎস্যশুন্য হয়ে পড়ার পাশাপাশি মাটির স্বাভাবিক জৈব গুণাগুণও নষ্ট হয়ে যাবে।

উপজেলা মৎস কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আমি এখানে নতুন এসেছি। অচিরেই স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক প্রচার, মনিটরিং ও আইনি বিষয়ে কথা বলবো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, বিষ প্রয়োগের মাধ্যমে ধরা মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। এতে মানব শরীরে দীর্ঘমেয়াদি বিরুপ প্রভাব সৃষ্টি করে।

এ বিষয়ে দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ ব্যাপারে থানায় কোন তথ্য জানানো হয়নি, তবে অভিযোগ করলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।