নাসির উদ্দিন জুয়েল, দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ, নুতন সম্ভাবনা চিন্তিতকরণ ও বহুল প্রচারে করনীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ও ১০টি স্থানীয় উদ্যোগকে সঞ্চলায়ন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হুমায়ুন কবির।
আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি হোসনেয়ারা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রধানগন, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।