Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত নেইমার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত নেইমার

October 29, 2022 09:35:56 PM   ক্রীড়া ডেস্ক
দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত নেইমার

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগদানের সময় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার সঙ্গে বাকিদের বিরুদ্ধে আনা কর ফাঁকি, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করেছে স্পেনের আদালত।
মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন নেইমারের বাবা-মা, দুই ক্লাব, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ এবং সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক প্রেসিডেন্ট ওডিলিও রদ্রিগেস। অভিযোগ ছিল, বার্সেলোনা নেইমারের সঙ্গে চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়। ব্রাজিলিয়ান ফুটবলার সান্তোসে থাকাকালীন ডিআইএস ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিল।
নেইমার পরিবারের ঘনিষ্ঠ সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, তাদের আইনি প্রতিনিধি বেকার ম্যাকেঞ্জি আইনি প্রক্রিয়ার অপব্যবহারের জন্য প্রাইভেট প্রসিকিউশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন।