Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

March 11, 2025 10:18:12 PM   দেশজুড়ে ডেস্ক
নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চার দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

প্রথম ব্যাচে নওগাঁ সদর, আত্রাই ও রানীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের ২৫ জন হিসাব সহকারী অংশ নিয়েছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা, যা আগামী ১৩ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে এবং গ্রামীণ জনপদের ছোটখাটো অপরাধ নিরসনে হিসাব সহকারীরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডিডি এলজি নওগাঁ টি এম এ মোমিন (উপ-সচিব), জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূর মোহাম্মদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার সুভাষ সরকার, স্থানীয় সরকার নওগাঁর প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক প্রাংসহ অন্যান্য কর্মকর্তারা।