
নওগাঁ জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকেল পাঁচটায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি, সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ আহসানুল হক ভূইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি মোঃ হালিম মন্ডল, সাধারণ সম্পাদক এবং দৈনিক জয় সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার আফজাল হোসেন প্রমুখ।
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কাজী নূরনবী নাইস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মোঃ মোকছেদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হক ভূইয়া বলেন, “রমজান মাস রহমতের মাস। আমি আশা করি, এই সংগঠন ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে।”
রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সাংবাদিক সংগঠন। এটি ব্যক্তিগত নয়, কেন্দ্রীয় নির্দেশনায় বিভাগ ও জেলার কার্যক্রম পরিচালিত হবে। সংগঠন নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাবে।”
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদর থানা কমিটির কার্যকরী সদস্য মোঃ ওসমান গনি কুরআন তেলাওয়াত করেন। এরপর দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকল অতিথি ও দর্শকদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও বক্তৃতা অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেছে। সকলেই সংগঠনের অগ্রগতি ও দেশ-জাতির কল্যাণ কামনা করেন।