
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার দক্ষিণপাড়া এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ব্যাটারি পানি তৈরি ও বাজারজাত করার দায়ে "রয়েল ব্যাটারি ওয়াটার" নামক কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং কারখানার মালিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মার্চ (রবিবার) দুপুরে উপজেলা কর্তৃপক্ষের পরিচালনায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে রয়েল ব্যাটারি ওয়াটার কারখানাকে জরিমানা আদায় করা হয় এবং কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু (৩২)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই গাজীপুর ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা এবং শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আবদার গ্রামে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করার কারণে এই অভিযান পরিচালনা করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কারখানার মালিককে ২০১৮/৩০ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।