Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে কৃষি মেলায় আ.লীগ সরকারের বাণী প্রচার নিয়ে বিতর্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে কৃষি মেলায় আ.লীগ সরকারের বাণী প্রচার নিয়ে বিতর্ক

January 16, 2025 06:32:18 PM   জেলা প্রতিনিধি
নাটোরে কৃষি মেলায় আ.লীগ সরকারের বাণী প্রচার নিয়ে বিতর্ক

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি মেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র ও বাণী প্রচারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মেলার শেষ দিনে কৃষি মেলায় বিতরণ করা ‘কৃষিকথা’ ম্যাগাজিনে সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর বাণী ও আ.লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপির বড়াইগ্রাম উপজেলার সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেন, মেলায় সাবেক সরকারের বাণী প্রচারকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। তার দাবি, অনেকেই ফোন করে এ বিষয়ে জানালে তিনি মেলায় উপস্থিত হন। উপস্থিত জনতার ক্ষোভের মুখে কৃষি অফিস ম্যাগাজিনগুলো দ্রুত মেলা থেকে সরিয়ে নেয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মারফুদুল হক এই ঘটনাকে অনিচ্ছাকৃত বলে দাবি করেন। তিনি বলেন, “ঢাকা থেকে নতুন-পুরাতন বই পাঠানো হয়েছিল। সেগুলো না পড়ে মেলায় বিতরণ করা হয়েছে। এতে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুরু হওয়া এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। তবে মেলায় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে কম। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে আয়োজিত মেলায় ৭টি স্টল ছিল, যার মধ্যে মাত্র দুটি স্টল কৃষি মেলার উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে সামঞ্জস্যপূর্ণ।

একটি স্টল ছিল খাবারের এবং অন্যটি ছিল গাছ প্রদর্শনী স্টল, কিন্তু গাছগুলোর প্রাণবন্ত অবস্থা না থাকায় দর্শনার্থীদের আকর্ষণ করতে পারেনি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। কৃষি মেলার মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে এমন বিতর্কিত প্রচারণা ও প্রশাসনিক গাফিলতি কৃষকদের আস্থার সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে।