Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোরে সাংবাদিকদের উপর হামলা-গ্রেপ্তার, ওসি-ইউএনও’র প্রত্যাহার দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোরে সাংবাদিকদের উপর হামলা-গ্রেপ্তার, ওসি-ইউএনও’র প্রত্যাহার দাবি

March 13, 2025 11:18:50 PM   জেলা প্রতিনিধি
নাটোরে সাংবাদিকদের উপর হামলা-গ্রেপ্তার, ওসি-ইউএনও’র প্রত্যাহার দাবি

নাটোর প্রতিনিধি:
নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক পুলিশ সুপার এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে নাটোর জেলার সাতটি উপজেলার গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন মহল অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সাংবাদিকরা। পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে সাংবাদিকরা। এসময় তারা সিংড়া থানার ওসি, ইউএনও ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলাকারী বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের শাস্তি দাবি করেন। জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক স্ত্রী নির্যাতন মামলায় আদালতে হাজির হলে বিচারক তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নেবার সময় তিনি পুলিশ থেকে ছুটে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালান।

অপরদিকে, বুধবার সন্ধ্যায় সমকালের সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। সিংড়া ইউএনও অফিসে খাস পুকুরের তথ্য চেয়ে আবেদন করার কারণে তাকে গ্রেফতার করা হয়, এ নিয়ে গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক রশিদকে আদালতে হাজির করলে তার জামিন মঞ্জুর হয়।

অবস্থান কর্মসূচিতে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান জানান, সিংড়ার ইউএনও’র প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে সাংবাদিক আব্দুর রশিদকে আটক করা হয়েছে। সাংবাদিক রশিদকে আটক করা এবং ফজলুল হকের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ বলেন, সিংড়ার প্রশাসন ও পুলিশের কার্যকলাপ উদ্বেগজনক, এবং তারা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সমকালের নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু বলেন, সাংবাদিকদের ওপর দমন-পীড়নের চেষ্টা করা হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।