
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্র রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ফেসবুকে দেওয়া তার অব্যাহতি পত্রে তিনি উল্লেখ করেন, তিনি ছাত্রলীগের ৩নং সদর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তার পিতা মো. আব্দুল কাদের। পড়াশোনার কারণে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়েছেন।
তিনি আরও জানান, ছাত্রলীগের সদস্য হলেও কখনো দলীয় কোনো অপ-রাজনীতিতে জড়িত ছিলেন না। তার নাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে থাকলেও, তিনি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে অনুষ্ঠিত আন্দোলনেও তিনি কোনো নেতার সঙ্গে যুক্ত হননি, শুধু তার কলেজ বন্ধুদের পাশে ছিলেন।
আল-আমিন বলেন, “এখন যেহেতু ছাত্রলীগের কোনো নেতা নেই, আমি কিভাবে তাদের কাছে অব্যাহতি চাইব? তাই বন্ধুদের পরামর্শে ফেসবুকে বিষয়টি জানিয়ে দিয়েছি।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কেউ মজার দৃষ্টিতে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেসবুকে এমনভাবে অব্যাহতির ঘোষণা দেওয়া নতুন ধরনের রাজনৈতিক প্রবণতা হিসেবে দেখা যেতে পারে।