Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জিএম কাদেরের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জিএম কাদেরের

April 24, 2023 06:18:22 PM   দেশেরপত্র ডেস্ক
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জিএম কাদেরের

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জিএম কাদের বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে নবনির্বাচিত রাষ্ট্রপতি সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।