Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ

April 29, 2025 08:19:38 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণায় বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ

বিচার বিভাগে দলীয়করণ, দুর্নীতি ও বিচারিক বৈষম্যের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নেত্রকোণা জেলা শাখা। আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দীন জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট মো. রোকনউদ্দিন, মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা, অ্যাডভোকেট আবু তাহেরসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশে একদলীয় শাসন কায়েমের পথ সুগম করেছেন। তারা বলেন, সেই রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং গণতন্ত্রবিরোধী। এছাড়াও বক্তারা অভিযোগ করেন, বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবে বিরোধী মতাবলম্বীদের হয়রানির কাজে লিপ্ত রয়েছেন, যা বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।

সমাবেশে বক্তারা বলেন, বিচার বিভাগকে দলীয় প্রভাব, দুর্নীতি ও দায়মুক্তির সংস্কৃতি থেকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অপরাধী যেই হোক, তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।