
নেত্রকোনার সদর উপজেলার বিলচুলঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই আব্দুস সোবাহানকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুলাই রাতে মোবাইল ফোনে কথা বলার পর আব্দুস সোবাহান ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। তার স্ত্রী মোছাঃ শিউলী আক্তার জানান, রাত ১০টা ৫৮ ও ৫৯ মিনিটে দুটি কল আসে এবং এরপর তার স্বামী জানান, চাচাতো ভাই রাসেল জরুরি কথা বলার জন্য ডাকছেন।
পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা প্রতিবেশী হাজী মো. চাঁন মিয়ার পতিত জমিতে নতুনভাবে মাটি ভরাট হতে দেখে সন্দেহ পোষণ করেন। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করে সোবাহানের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, আসামি এমদাদ হোসেন ও আবুল হাসেম ওরফে মো. আবুনি পূর্বপরিকল্পিতভাবে সোবাহানকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ মাটিচাপা দেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে এমদাদ হোসেনকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, এছাড়া ২০১ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর আসামি আবুল হাসেমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহতের পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।