Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু, কৃষকদের মুখে হাসি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু, কৃষকদের মুখে হাসি

April 24, 2025 05:27:54 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু, কৃষকদের মুখে হাসি

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার খাদ্য গুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর।

জেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য বিভাগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহামদ সফিউল আলম।

এবার নেত্রকোনা জেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬১ হাজার ১৬২ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকরা নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, "নিয়মানুযায়ী সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের হয়রানি বা কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ সাকুর সাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরুল কায়েস, স্থানীয় মিল মালিক ও গণমাধ্যমকর্মীরা।

ধান বিক্রিতে সুষ্ঠু পরিবেশ ও ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ায় কৃষকদের মধ্যে সন্তোষ ও আশার আলো দেখা দিয়েছে।