Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নেত্রকোনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

April 14, 2025 11:24:53 AM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

হৃদয় রায় সজীব:
বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণিল আয়োজন। পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার জেলার সর্বত্র বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

সকালে শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল লোকজ মেলা, বর্ষবরণ উৎসব এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পালিত হচ্ছে নববর্ষের উৎসব।

আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজনে নববর্ষের আনন্দ জেলার সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।