Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় ২৫ জন সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় ২৫ জন সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

March 11, 2025 10:50:52 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় ২৫ জন সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোনা জেলার ২৫ জন সেবাইতদের নিয়ে তিনটি বিষয়ে নয় দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা নাগড়া এলাকার শ্রীশ্রী মা মনোরমা আশ্রমে প্রদীপ জ্বালিয়ে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিশ্বাস, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ।

এছাড়া, সভায় সভাপতিত্ব করেন মন্টি রানী সরকার, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের (২য় পর্যায়) ২য় সংশোধনের আওতায় সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে নয় দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দশ উপজেলা থেকে ২৫ জন সেবাইত এতে অংশগ্রহণ করেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “প্রতিটি ধর্মের ধর্মাবলম্বীরা যদি তাদের নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতেন, তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম কমে যেত।”