Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / নবীগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

December 09, 2023 07:22:10 PM   দেশজুড়ে ডেস্ক
নবীগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লিটন মিয়াকে ১ হাজার ৬পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ০৮ ডিসেম্বর ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ি) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার দিবাগত রাত ০৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) গ্রামে মৃত আমজদ আলীর পুত্র লিটন মিয়া (৩৫) এর বসত ঘরে অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১ হাজার ৬ শ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকতৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত লিটন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।