
নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে কয়েকটি মামলার আসামী দীর্ঘদিন পালিয়ে থাকার পর একটি সি আর মামলার আসামী রিপন মিয়াকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাটিয়েছে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ।
নবীগঞ্জ থানাদিন ইনাতগঞ্জ ফাঁড়ী,র ইনচার্জ এস আই আবুবকর এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো: রিপন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ তদন্ত কেন্দ্রের এস আই আবুবকরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে রিপন মিয়া (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে এস আই আবু বকর বলেন, একটি সি,আর, বডি তামিল করিলাম। সিআর মামলা নং ৩৫৬/২০ কোথালি সিলেট- ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ১১৪/ দবি। আগামীকাল সকালে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।