
তাজুল ইসলাম:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণায় দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মোশাহিদ আহমদের উদ্যোগে হাট বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। শনিবার সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত চলে উক্ত কার্যক্রম। প্রথম ধাপে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দরা।
কার্যক্রমে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, বাবর আহমেদ,মুজিবুর রহমান চৌধুরীর, কাইছার আহমদ কবি,আতাইর রহমান ইমরান, মাও. জাহেদ আহমদ, মো. হামজা,জুবেল আহমদ,আঃ মোমিন,শফিউল আলম,সাংবাদিক তাজুল ইসলাম, শিফুল মিয়াসহ আরো অনেকেই। পরে এসে যোগ দেন বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ এলাকা এবং বাজারের সচেতন নাগরিকরাও।
কমিটির সভাপতি মোসাহিদ আহমদ চৌধুরী জানান, ২০২২ সালে এই কমিটি দিনারপুর পরগণার সব মসজিদের মক্তব পড়ুয়া ছাত্র ছাত্রীদের নিয়ে ইসলামিক কুইজের আয়োজন করে। যেখানে প্রথম বিজয়ীর জন্য হাদিয়া হিসেবে পুরষ্কার ২৫,০০০ ২য় বিজয়ী ২০,০০০ ৩য় বিজয়ী ১৫,০০০ থেকে শুরু করে সর্বশেষ যাচাইকৃত ১০০ জনের মধ্যে ও ১০০০ টাকা করে পুরষ্কার প্রদান করা হয়। এমনকি প্রত্যেক মসজিদের যাচাইকৃত শ্রেষ্ঠ ঈমামদেরও ১ম ২য় ৩য় পর্যায়ক্রমে পুরষ্কিত করার মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে।
পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে (১৪ এপ্রিল) শুক্রবার উক্ত সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মোশাহিদ আহমদ চৌধুরীর বাড়িতে গণহারে এক ইফতার মাহফিল ও পরিচিত সভার আয়োজন হয়। পাশাপাশি আগামী কিছুদিনের ভিতরে দিনারপুর পরগণার সব প্রাথমিক বিদ্যালয়ের সব ছাত্র ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি বলেন, আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, তিনি জীবনের শেষ সময়টাও ছাত্র ছাত্রীদের শিক্ষাদানে কাটিয়ে গিয়েছেন,তাই আমি ও চাই আমার বাবার স্মৃতিকে ধরে রাখতে দিনারপুর পরগণার সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মকে শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে। তিনি এলাকাবাসী সবার সহযোগিতা এবং দোয়া কামনা করেন।