Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বাস চালকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বাস চালকের মৃত্যু

August 21, 2023 09:34:39 PM   উপজেলা প্রতিনিধি
নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত বাস চালকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আতাউর রহমান (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হন।

সোমবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক আতাউরের মৃত্যু হয়। নিহত আতাউর রহমান (৪৫) রংপুর জেলার তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে । তিনি সাগরিকা পরিবহণের বাস চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা ছিল আশংকাজনক। সোমবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরিকা পরিবহণের বাস চালক আতাউরের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, তাৎক্ষনিক আমিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই বাসচালকসহ অন্যান্য আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় ও যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাতে সাগরিকা পরিবহণের বাস চালক আতাউর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেন।