Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / নবীগঞ্জে হামলা ও লুটপাটের মামলায় দুই আসামীর জেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবীগঞ্জে হামলা ও লুটপাটের মামলায় দুই আসামীর জেল

February 20, 2023 05:59:01 AM   দেশজুড়ে ডেস্ক
নবীগঞ্জে হামলা ও লুটপাটের মামলায় দুই আসামীর জেল

নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনী কর্তৃক  দিন দুপুরে প্রাণনাশক অস্ত্রশস্ত্র দিয়ে একটি অসহায় পরিবারের লোকজনের ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুই দাঙ্গাবাজের ২ বছরের সশ্রম কারাদণ্ড  ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালত। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া (৪০) ও তার ভাই কবির মিয়া (৪৫)।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ওই গ্রামের ও দ্রুত সিআর ২০/২০২১ মামলার বাদী একই গ্রামের অসহায় মৃত ছরকুম উল্লার পুত্র বৃদ্ধ  কমরু মিয়া। তিনি মামলায় উল্লেখ করেন ২০২১ সালেও ১৫ জুন সকাল অনুমান ৭ ঘটিকায় ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র কনর মিয়া ও কবির মিয়াসহ একদল অস্ত্রধারী লাটিয়াল বাহিনী কর্তৃক তাদের ঘরবাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে আতংক সৃষ্টি করেন।

এ ঘটনায় পরদিন ১৬ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালতে উল্লেখিত সাজাপ্রাপ্ত দুই আসামী সহ ১৭ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলাটি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করলে দীর্ঘ শুনানি শেষে ৩১ জানুয়ারী মঙ্গলবার  বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আমল আদালত এর বিচারক জনাব জাকির হোসেনের  আদালত এ রায় ঘোষণা করেন। এতে কনর মিয়া ও কবির মিয়াকে অভিযুক্ত সাব্যস্তক্রমে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের জেল রায় প্রদান করে এসময়  বাকি সব আসামীদের বেকসুর খালাস প্রদান করেন৷ রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিল আজ ১৯/২০২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালতে আফিল দায়েল করে বিচারিক আদালতে দুই আসামি স্বেচ্ছা  উপস্থিত হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট ইন্দু ভূষণ দাশ, এডভোকেট কাজী মামুর রহমান।

এদিকে বৃদ্ধ কমরু  মিয়া বলেন, আসামীরা  এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে আতংক সৃষ্টি করছেন, তার   অভিযোগ কনর মিয়া ও কবির মিয়ার  লাটিয়াল বাহিনীর তান্ডবে তারা অসহায় পরিবারের লোকজন নিরুপায় হয়েই আইনের আশ্রয় নিয়েছেন। আসামীদের বিরুদ্ধে আরো একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।