Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

April 24, 2025 07:44:21 PM   অনলাইন ডেস্ক
নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে পুকুরে ডুবে সিনহা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিনহা খাতুন দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং দিঘীরত্না গ্রামের সুজন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে সমবয়সী আরও তিনজন শিশুর সঙ্গে খেলছিল সিনহা। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন সিনহাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু সিনহার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।