
নাটোর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন নাটোর-৪ আসনের জাতীয় পার্টি থেকে ২ বারের সাবেক সংসদ সদস্য আবুল কাসেম সরকার। এবার জাতীয় পার্টি আওয়ামিলীগ সরকারের সাথে মহাজোটের মাধ্যমে নাটোর-৪ আসনে নির্বাচনে আসবে দাবি করে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করে জনগনের কাছে মহাজোটের একজন প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় গনসংযোগ করেন এবং জাতীয় পার্টি আওয়ামিলীগ সরকারের সাথে জোট গঠন করায় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে বড়াইগ্রাম বনপাড়া আলাদা উপজেলা গঠন,শিশুপার্ক তৈরি, বড়াইগ্রাম গুরুদাসপুর হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত রেল লাইন নির্মান করে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক খালিদ হাসান অনিক, জেলা জাতীয় পার্টির সদস্য সহকারী অধ্যাপক এস এম মাহাবুবুর রহমান রফিক, বড়াইগ্রাম উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইয়াছিন আলী পিন্টু, সদস্য সচিব মি. বাবু লেনার্ড পালমা,গুরুদাসপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নাদিম পারভেজ অপু সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।