
রাবি প্রতিনিধি:
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নৈতিকতা-বিচ্যুত সুপারিশ প্রত্যাখ্যান এবং 'নারীর ডাকে মৈত্রী যাত্রা'র বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাবি শাখার সদস্যরা।
২১ মে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। এসব প্লেকার্ডে লেখা ছিল- “নারী-পুরুষ বাইনারি, এই শর্তেই দেশ গড়ি”, “সম অধিকার নয়, চাই ন্যায্য অধিকার”, “পতিতাবৃত্তিকে না বলি”, “Say No to LGBTQ Agenda” ইত্যাদি।
নেতৃবৃন্দ জানান, নারীবিষয়ক সংস্কার কমিশনের ৪২৩টি প্রস্তাবনার অধিকাংশই ইসলাম, জাতীয় সংস্কৃতি ও নারীর প্রকৃত মর্যাদার পরিপন্থী। এতে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, নারী-পুরুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য অস্বীকার করে কমিশনটি বিভ্রান্তিকর মতবাদ চাপিয়ে দিতে চাইছে। পাশাপাশি 'নারীর ডাকে মৈত্রী যাত্রা'র নামে ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদ আখ্যা দিয়ে অপসংস্কৃতি ও বিকৃত মতাদর্শ প্রমোট করা হচ্ছে।
এসময় ছাত্রীসংস্থার নেত্রীরা কমিশন বাতিল এবং দেশের ধর্ম-সংস্কৃতিনির্ভর ও জনমত প্রতিনিধিত্বকারী সদস্যদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান।