Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী ‘অপপ্রচার চালানোর’ বিরুদ্ধে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী ‘অপপ্রচার চালানোর’ বিরুদ্ধে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন

December 25, 2024 06:19:55 PM   জেলা প্রতিনিধি
নরসিংদী ‘অপপ্রচার চালানোর’ বিরুদ্ধে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রদল সংবাদ সম্মেলন করেছে। ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এবং ‘দেশরত্ন শেখ হাসিনা’ নামক দুটি ফেসবুক পেজ থেকে এ ধরনের পোস্ট করা হয় বলে অভিযোগ করেছে তারা।

মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত লিখিত বক্তব্যে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রিফাত বলেন, “চার দিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ‘দেশরত্ন শেখ হাসিনা’ নামক একটি ফেসবুক আইডি থেকে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে ঘিরে একটি মিথ্যা, ভিত্তিহীন ও অবাস্তব পোস্ট করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের ষড়যন্ত্র নতুন কিছু নয়। বিগত ১৫ বছর ধরে নাহিদের ওপর নানা ধরনের নির্যাতন করা হয়েছে। তার বিরুদ্ধে ৩৫টি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, ৬ বার কারাগারে নেওয়া হয়েছে এবং সাড়ে ৮ মাস গুম করে রাখা হয়েছে।”

জুলাই-আগস্টে সরকার পতনের আন্দোলনে নিহত মাধবদী পৌরসভা ছাত্রদল কর্মী শাওন হত্যা মামলার বিষয়টি উল্লেখ করে রিফাত বলেন, “শেখ হাসিনাসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করার কারণে নাহিদ আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাহিদকে হেয় প্রতিপন্ন ও দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার ব্যক্তিগত ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ-দপ্তর সম্পাদক আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশী, সজিব পাল ঝুমনসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।