Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবু সালেহ্, সম্পাদক নূরুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবু সালেহ্, সম্পাদক নূরুল

April 20, 2025 07:36:40 PM   জেলা প্রতিনিধি
নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবু সালেহ্, সম্পাদক নূরুল

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিন বছরের জন্য সহ-সভাপতি পদে আবু সালেহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. নূরুল আমিন নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তাদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনটি সহ-সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, দুটি যুগ্ম সম্পাদক পদে ৪ জন এবং কার্যনির্বাহী সদস্যের ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২১৬ জন ভোটারের মধ্যে ১৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সহ-সভাপতি পদে যথাক্রমে আবু সালেহ্ চৌধুরী ১০০ ভোট, চৌধুরী মো. ইয়াহিয়া ৯২ ভোট ও পরেশ সূত্রধর ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. নূরুল আমিন ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. নাজমুল হক ভূঁইয়া ১০৩ ভোট এবং মলয় কুমার বর্মণ ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা এম. এ বাসার বাচ্চু ১১১ ভোট, মো. কাজিম উদ্দিন ১০৭, স্বপন কুমার সাহা ১০৩, মো. আ. বাছেদ মিয়া ১০০, মো. রাসেল বিন হাসানাত ৯৭, সলিমুল্লাহ ভূঁইয়া ৯৩, মো. আজহার উদ্দিন ৮৯, মো. মাসুদুর রহমান মাসুদ ৮৯ এবং শংকর লাল সাহা ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে দুলাল মোল্লা ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম।