
নরসিংদী পৌরসভার ভাগদী এলাকায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক সন্ত্রাসী চক্রের হামলায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কাটা ও হাড়ভাঙা জখম হয়েছে। ভুক্তভোগী বেনুয়ারা বেগম (৪৬) থানায় দায়ের করা অভিযোগে এসব তথ্য তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হেলাল মিয়া (৬০) ও তার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেনুয়ারার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বেনুয়ারার স্বামী, দেবর আ. সালাম এবং ভাসুর জীবন মিয়াকে বেধড়ক মারধর করে। হামলার একপর্যায়ে আ. সালাম ধারালো দা ও লোহার পাইপের আঘাতে মারাত্মকভাবে জখম হন। তার হাত ও মাথায় গুরুতর কাটা এবং হাড়ভাঙ্গা জখমের ঘটনা ঘটে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ওই পরিবারের নারীদের—বেনুয়ারার মেয়ে ও পুত্রবধূকেও—শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। অভিযুক্তদের মধ্যে আনোয়ারুল, মাসুদ ও কাউছারসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।