
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীতে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ২য় শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মহিষাশুড়া ইউনিয়নের সুইচগেট শহিদ হারুন মার্কেটে এ শাখার উদ্বোধন করা হয়।
এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এমডি এম সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্স ওভারসীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নুরুল কবীর (দিলু)।
বিশেষ অতিথি ছিলেন, এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক শহিদুল ইসলাম চিশতি, অসীর ফয়সাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডাঃ তোফাজ্জল হোসেন তপু, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন প্রধান, সাবেক ইউপি সদস্য হাজ্বী জুলফিকার আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইস্টওয়েস্ট রিসোর্সের পরিচালক নাদিমুল গণিসহ অতিথিগণ ফিতা কেটে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ২য় শাখা উদ্বোধন করেন।
প্রধান অতিথি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন- লেভার বা ক্লিনারের কাজে আর বিদেশ না যেয়ে এখন থেকে কাজ শিখে ভালো বেতনে বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। তার ধারাবাহিকতায় সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আপনাদের পাশে সর্বক্ষণ আছে। আপনাদের সকলের সহযোগিতায় নিয়ে যেন আমরা আপনাদের সেবা দিতে পারি। সে জন্য মুরব্বিদের দোয়া ও যুবক ভাইদের সহযোগিতা চাই।