Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে বন্ধ থাকা শত বছরের পুরাতন গোরস্থান ২০ বছর পর উন্মুক্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে বন্ধ থাকা শত বছরের পুরাতন গোরস্থান ২০ বছর পর উন্মুক্ত

April 13, 2025 08:22:06 PM   অনলাইন ডেস্ক
নরসিংদীতে বন্ধ থাকা শত বছরের পুরাতন গোরস্থান ২০ বছর পর উন্মুক্ত

নরসিংদীর প্রতিনিধি:
নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর দাসপাড়া এলাকাবাসীর ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন গোরস্থান অজ্ঞাত কারণে দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টার ফলস্বরূপ সম্প্রতি গোরস্থানটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এই গোরস্থানটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আলী মাহমুদ, পিতা মৃত মোঃ শেখ হাজারী গং। কবরস্থানের জমির পরিমাণ দাগ নম্বর ১১৭/১৭, ডিসিমাল ১৬ পয়েন্ট।

স্থানীয় জনগণ এবং প্রতিষ্ঠাতাগণের উত্তরসূরিদের সহায়তায় গোরস্থানটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ কাজে বিশেষ সহযোগিতা ও পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ রাজউদ্দিন আহমেদ।