Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন

April 11, 2025 10:13:30 PM   অনলাইন ডেস্ক
নরসিংদীর পলাশে অনুমোদনহীন ব্যাটারি কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন

নরসিংদী সংবাদদাতা:
গত মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় ব্যাটারি কারখানার সামনে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় প্রতিবাদ স্বরূপ ব্যাটারি কারখানায় মালামাল আনা-নেওয়ার সড়ক কেটে বিচ্ছিন্ন করে দেন উত্তেজিত জনতা।

বিক্ষোভকারীরা জানান, ফুলবাড়িয়ার অনুমোদনহীন চীনা মালিকানাধীন এই ব্যাটারি কারখানার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষি জমি হ্রাস পাওয়ার পাশাপাশি এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর ধরে এটি সরিয়ে নেওয়ার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও কোনো কর্তৃপক্ষ কর্ণপাত করছে না।

বিক্ষোভকারীদের দাবি, কল-কারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ কোনো ধরনের অনুমোদন নেই চীনা মালিকানাধীন ‘জিনওয়ান স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ এই প্রতিষ্ঠানটির। অথচ দিন-রাত ২৪ ঘণ্টা ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড উৎপাদন করছে জিনওয়ান স্টোরেজ লিমিটেড। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসছে ২০১৯ সাল থেকে, অথচ কারখানাটির নেই কোনো ধরনের অনুমোদন।

বিক্ষোভকারীরা আরও জানান, বিরতিহীনভাবে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করলেও কারও কোনো কথায় কর্ণপাত করছে না কারখানা কর্তৃপক্ষ। স্থানীয়রা বিভিন্ন সময় বন্ধের দাবি জানালে তাদের ওপর হামলা-মামলা এবং নানা হুমকি আসে। কারখানার কারণে প্রায় তিন হাজার একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।