
নরসিংদীর শিবপুরে দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রিতে বাধা প্রদান ও পত্রিকা কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার শিবপুর পাইলট স্কুলের সামনে পত্রিকা বিক্রয়ের সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সকালে পত্রিকা বিক্রয়ের উদ্দেশ্যে শিবপুর পাইলট স্কুলের সামনে যান দেশেরপত্র বিক্রয় প্রতিনিধি গাজী শাহিদুল হাসান আইয়ুবী, আলী হোসেন ও মোঃ ফরিদ মিয়া।
এ সময় শিবপুর উপজেলা ইমাম পরিষদের নেতা এরশাদ উল্লাহ ও আকরাম হোসেনসহ কয়েকজন তাদের পত্রিকা বিক্রিতে বাধা দেন। তারা জানান, শিবপুরে এই পত্রিকা বিক্রি নিষেধ এবং এখানে এই কার্যক্রম চালানো যাবে না বলে হুমকি দেন।
এ সময় মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার সেখানে উপস্থিত হলে সাইদুল হাসান আইয়ুবী তাকে বিষয়টি জানালে তিনি অভিযুক্তদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। চেয়ারম্যান চলে যাওয়ার পর সাইদুল হাসান আইয়ুবী যখন ফিরে যাচ্ছিলেন, তখন অভিযুক্তরা ৪০টি পত্রিকা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার বলেন, "আমি তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলাম। পত্রিকা বিক্রেতাকে অন্য জায়গায় পত্রিকা বিক্রির জন্য বলি।"