Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ

March 20, 2025 08:33:17 PM   জেলা প্রতিনিধি
নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেয় নলডাঙ্গা উপজেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, বুধবার উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় তিনটি ঘোড়ার মধ্যে একটি জবাই করে বিক্রি করেন একই এলাকার ইউসুফের ছেলে ফরমাজুল। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন, শহিদুলসহ অনেকে জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়ার মাংস বিক্রি চলেছে, এবং অনেকেই তা ক্রয় করেছেন। কেউ কেউ মনে করছেন, এটি খাওয়া অরুচিকর।

ঘোড়ার মাংস বিক্রেতা ফরমাজুল দাবি করেন, এই মাংস গরুর মাংসের চেয়ে সুস্বাদু এবং এতে তেমন চর্বি নেই। তিনি ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার জানান, ঘোড়া জবাইয়ের বিষয়ে তিনি শুনেছেন, তবে কোনো ধরনের সার্টিফিকেট নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ানুল হালিম জানান, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে ডাক্তারি সার্টিফিকেট নিতে হয়, যা বিক্রেতা নেননি। এ কারণে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।