Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নলডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নলডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

January 23, 2025 06:45:54 PM   জেলা প্রতিনিধি
নলডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেবা হবে বিশ্বময়” স্লোগান নিয়ে নাটোরের নলডাঙ্গায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনী এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, ইউজিডিপি কর্মকর্তা আছফুল ইসলাম সিদ্দিকী এবং বিআরডিপি কর্মকর্তা মোস্তফা শাহীন প্রমুখ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।