
নাটোর সদর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। উপজেলা ছাত্রশিবির এর আয়োজনে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিসমিল্লাহ হাসপাতাল নলডাঙ্গার সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য মো. জিয়াউল হক জিয়া। ক্যাম্পেইন উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির নাটোর জেলার সভাপতি আফতাব আলী।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে রক্তদানে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।
স্থানীয় শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিসমিল্লাহ হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন।
এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।