
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঘুমন্ত অবস্থায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৪ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীর বসত ঘরে এই ঘটনা ঘটে। পরে গতকাল (শুক্রবার) রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম আতর আলী (৩৫)। তিনি উপজেলার শালমারা গ্রামের আলাল উদ্দীনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে ভুক্তভোগী কিশোরীর পিতা মারা যান৷ এরপর থেকে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে স্বামীর বসত বাড়িতেই থাকতেন ভুক্তভোগীর মা। পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে এলাকার আতর আলী প্রায়ই ভুক্তভোগী পরিবারের কাছে আসতো এবং সরকারি গুচ্ছ গ্রামের ঘর ও সরকারি বিভিন্ন অনুদান নিয়ে দেওয়ার আশা ও লোভ দেখাতো। এদিকে গত ৪ এপ্রিল সকাল সাড়ে আটটায় ভুক্তভোগী কিশোরীর মা গরুর জন্য ঘাস আনতে বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতর আলী ওই কিশোরীর ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় থাকা ওই কিশোরীর শরীরের উপর উঠে জাবরিয়ে ধরে আতর আলী। পরে ভুক্তভোগী কিশোরীর জামা টেনে ছিড়ে ফেলে এবং কিশোরীর পরনে থাকা সালোয়ার-কামিজ জোরপূর্বক খুলে ফেলে ধর্ষনের চেষ্টা করে। এসময় কিশোরীর ডাকচিৎকারে তাঁর মা ও আশপাশের লোকজন ছুটে এলে আতর আলী দৌড়ে পালিয়ে যায়৷
এদিকে এই ঘটনা কাউকে জানালে বা মামলা করলে ভুক্তভোগী ওই কিশোরী ও তাঁর মাকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত আতর আলী ও তাঁর বন্ধু সুজন মিয়া৷ পরে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাই এই ঘটনা জানার পর গতকাল (শুক্রবার) রাতে থানায় লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার বড় মেয়ে ঢাকায় থাকে। বাপ মরা মেয়েটারে নিয়া আমি কষ্টে সংসার চালাই। আতর আলী আমার প্রতিবন্ধী মেয়েটার সর্বনাশ করার চেষ্টা করছে। আবার এই ঘটনা কাউরে জানাইলে বা মামলা করলে আমগরে মাইরা ফালাবো বইলাও হুমকি দিছে।
ভুক্তভোগীর ফুফাতো ভাই বলেন, গত বৃহস্পতিবার রাতে আমি ঘটটাটি জানার পর গতকাল (শুক্রবার) রাতেই থানায় লিখিত অভিযোগ করেছি৷ আমরা এর সুষ্ঠু বিচার চাই।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, দেরীতে হলেও ভুক্তভোগীর পরিবার আমাকে বিষয়টি জানালে আমি আইনী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আতর আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, অভিযোগ পেয়ে আজ (শনিবার) দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।