Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

September 13, 2022 12:37:08 AM   স্টাফ রিপোর্টার
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রোববার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে মিছিল নিয়ে জড়ো হয়। পরে দুপুর ১২টার দিকে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও তারা মানেনি।

অবরোধ চলাকালে তেজগাঁও থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। জড়িত চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা সড়ক থেকে সরেনি। পুলিশের পাশাপাশি তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরাও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।