Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক

April 23, 2025 08:46:21 PM   অনলাইন ডেস্ক
পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক

পাবনার ঈশ্বরদীতে পাওনাদারদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন নূরুল ইসলাম (৫৫) নামে এক সমবায় সমিতির মালিক। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতির অফিস কক্ষে এই ঘটনা ঘটে।

নূরুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে। তিনি মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন, যেখানে অনেক সদস্য সঞ্চয়ের টাকা পাবেন। সম্প্রতি কিছু জমি বিক্রি করে কিছু পাওনাদারদের টাকা পরিশোধ করলেও, আরও অনেকের সঞ্চয় পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

মুলাডুলি বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একজন লোক নূরুল ইসলামকে ডাকাডাকি করে না পেয়ে জানালা খোলা দেখে উঁকি দেন। তখন তিনি দেখতে পান, ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরবর্তীতে আশপাশের দোকানদাররা পুলিশকে খবর দেন, এবং পুলিশ রাত সাড়ে ৮টায় মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।