Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাঁচবিবিতে ৭৩টি পূজামন্ডপে পালিত হবে দূর্গাপূজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাঁচবিবিতে ৭৩টি পূজামন্ডপে পালিত হবে দূর্গাপূজা

October 07, 2023 08:40:32 PM   উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে ৭৩টি পূজামন্ডপে পালিত হবে দূর্গাপূজা

পাঁচবিবি (জয়পুহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এবার ৭৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গাপূজা বা দূর্গোৎসব!

পাঁচবিবি উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো ও সাধারন সম্পাদক বাবু জীবনকৃষ্ণ বাপ্পি জানান, পাঁচবিবি উপজেলায় এবার মোট ৭৩টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। এর মধ্যে পাঁচবিবি পৌরসভায় ১৫ টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১২টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৮টি, বালিঘাটা ইউনিয়নে ৮টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৩টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ২টি মন্দিরে এই পূজা উৎযাপন করা হবে। এই লক্ষ্যে মন্দিরগুলোতে পরিচ্ছন্নতা ও প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।

আগামী ২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে এবং ২৪শে অক্টোবর মহা বিজয়া দশমীর মধ্যদিয়ে উৎসবটির পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

সার্বিক সহযোগীতায় রয়েছেন পাঁচবিবি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক বাবু সুনীল চন্দ্র রায় ও বাবু সাভাস চন্দ্র দাস। পূজা উৎযাপন কমিটির সবাপতি বাবু পরমেশ্বর মাহাতো ও সম্পাদক জীবনকৃষ্ণ বাপ্পি।

প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক তাদের দয়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, বাগজানা ইউনিয়নের চকসমশের গ্রামে মহিলা সমিতি দ্বারা একটি দুর্গা পূজা ও বাসন্তী পূজা পরিচালিত হয়ে আসছে। এ মন্ডপের সভাপতি ভাদী রানী বর্মন। দীর্ঘ দিন ধরে তারা এ পূজা সুষ্ঠভাবে পরিচালনা করে আসছেন বলে জানা যায়। আইন শৃঙ্খলা রক্ষায় থাকবেন আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ ও একজন করে রিজার্ভ পুলিশ। পূজা দেখাশোনার জন্য প্রতিটি উপজেলায় মনিটরিং টিম থাকবে বলে জানা যায়!