
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় পাটগ্রাম অডিটোরিয়ামে এ সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাটগ্রাম উপজেলা সভাপতি সোহরাব আলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা সোহেল রানা।
সম্মেলনের সঞ্চালনায় ছিলেন পাটগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাওলানা মইন উদ্দিন।