Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া

March 10, 2025 08:37:48 PM   অনলাইন ডেস্ক
পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পিআইও প্রকৌশলী আব্দুর রহিম, পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রাশেদুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধিজন প্রমুখ।

পরে পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রাশেদুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কসরত প্রদর্শন করা হয়।